বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলা, তাবিথ আউয়াল আহত

আহত তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল আহত হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেছেন, তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হচ্ছে।

শায়রুল কবির খান জানান, আজ শনিবার বনানীর কামাল আতার্তুক অ্যাভিনিউ সড়কের এক পাশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী মোমবাতি হাতে ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কর্মসূচি পালন করছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। ওই কর্মসূচিতে এ হামলা হয়েছে।

হামলায় নিজেও আহত হয়েছেন উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 'আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। যখন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, তখন অপর পাশ থেকে এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছেন, নারী কর্মীরাও আহত হয়েছেন। তাবিথ আউয়াল গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্তারিত আরও পরে বলা যাবে। এভাবে কীভাবে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে, তা মাথায়ই আসে না।'

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির কর্মসূচির পাশেই আওয়ামী লীগের সমাবেশ-মিছিল হচ্ছিল। সেখান থেকে কয়েকজন ধাওয়া করেছেন বলে শুনেছি। কিন্তু মারধর করা হয়েছে কি না, বা কেউ আহত হয়েছেন কি না আমার জানা নেই।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago