খুলনায় স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

খুলনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খুলনার খালিশপুর এলাকার মদিনাবাগ আবাসিক এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিকেল থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৩ আসামি ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
ওই স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার ৩ জন হলেন দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মেজবাহ উদ্দীন (২৫), একই এলাকার মো. সুজন মোল্লার ছেলে মো. ইমন মোল্লা (২০) ও পাবলা বৈরাগীপাড়া এলাকার মো. মাহারাজ চৌকিদারের ছেলে মো. শিমুল চৌকিদারকে (২০)।

খালিশপুর থানার পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে ঘুরতে বের হলে কয়েকজন তাকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'মেয়েটির বাবা বাদী হয়ে মোট ৫ জনের নামে মামলা করেছেন। ধর্ষণের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

তিনি আরও বলেন, আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

Comments