সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকার সাভারে দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতীকী ছবি

ঢাকার সাভারে দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে সাভার পৌর চাপাইন এলাকায় সেতুর পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত রহিজ মাদকাসক্ত ছিলেন। সকালে সঙ্গীরা তাকে সেতুর পাশে নিয়ে গলায় ছুরিকাঘাত করে। এরপর তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'চাপাইনে একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'

সাভার মডেল থানার উপপরিদর্শক মাহবুব ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত করছি। একটু পর বিস্তারিত জানাতে পারব।'

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

9h ago