খিলগাঁওয়ে ছুরিকাঘাতে ব্যাটারিচালিত রিকশাচালক নিহত

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছুরিকাঘাতে বাসু মিয়া (৪০) নামে একজন ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের ধারণা,  রিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বাধা দিলে ছিনতাইকারীরা বাসু মিয়ার বুকে এবং পেটে ছুরিকাঘাত করে।

বাসু মিয়ার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামে বলে জানান তার ভাতিজা মো. শাকিল।

তিনি বলেন, বাসু মিয়ার ৩ ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। খিলগাঁও বড় বটতলা এলাকায় একটি ভাড়া বাসায় ভাড়া থাকতেন তিনি।

শাকিল আরও জানান, অধিকাংশ সময় রাতের বেলা নিজের রিকশা চালাতেন বাসু মিয়া। গতরাতে বাসা থেকে বের হয়েছিলেন রিকশা নিয়ে। এরপর ভোরের দিকে তার ফোন থেকে পথচারীরা ফোন করে জানায়, খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। তখন পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে ঢাকা মেডিকেলে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)  মো. বাচ্চু মিয়া জানান, খিলগাঁও থেকে এক ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus for presenting true, impartial history of Liberation War

Directs all concerned to work accordingly to ensure that the real history of the Liberation War emerges through all the projects of the Liberation War affairs ministry in the coming days

26m ago