টেকনাফে গুড়ের বস্তা থেকে ১৩টি সোনার বার জব্দ

কক্সবাজারের টেকনাফে একটি গুড়ের বস্তা থেকে ২ কেজি ওজনের ১৩টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও কোস্টগার্ড।
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফে একটি গুড়ের বস্তা থেকে ২ কেজি ওজনের ১৩টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও কোস্টগার্ড।

আজ রোববার ভোরে যৌথ অভিযানের মাধ্যমে বারগুলো জব্দ করা হয়।

এসব সোনার বারের মূল্য প্রায় ১ দশমিক ৫২ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে ডেপুটি কমিশনার উত্তম চাকমা।

উত্তম চাকমা দ্য ডেইলি স্টারকে জানান, টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে সোনার চালান আসার তথ্য পেয়ে নাফ নদীর সীমান্তে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও কোস্টগার্ডের সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে সোনার বার বহনকারী ব্যক্তি টেকনাফের বড়ইতলি এলাকায় নাফ নদীর পাশের পাহাড়ি জঙ্গলে পালিয়ে যান। পরে গুড়ের একটি বস্তা থেকে ১৩টি সোনার বার জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উত্তম চাকমা।  

Comments