নোয়াখালীতে স্কুল থেকে ফেরার পথে শিক্ষার্থীর ওপর হামলা

নোয়াখালীতে বাড়ি ফেরার পথে এক স্কুলশিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুর ২টার দিকে নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীতে বাড়ি ফেরার পথে এক স্কুলশিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুর ২টার দিকে নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

হামলায় আহত বিনোদপুর ইউনিয়নের নলপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ঋতু আক্তার ফারজানা বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত ছাত্রীর বরাত দিয়ে স্কুলশিক্ষক মো. শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্কুল ছুটির পর ফারজানা বাড়ি যাওয়ার সময় একজন ক্ষুরজাতীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে তার গলায় আঘাত করে। এতে তার গলার চামড়ার কিছু অংশ কেটে যায়। এ সময় ফারজানা ভয়ে চিৎকার দিলে হামলাকারী দৌড়ে পালিয়ে যায়।'

আহত শিক্ষার্থী এখন আশঙ্কামুক্ত আছে বলে জানান তিনি।

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ফারজানাকে উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সুধারাম মডেল থানার ওসিকে বিষয়টি জানানো হয়। 

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ২টার দিকে জামালপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। অল্পের জন্য মেয়েটি প্রাণে বেঁচে গেছে।'

জানতে চাইলে ওসি মো. আনোয়ারুল ইসলাম ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাত্রীর অভিভাবকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। 

লিখিত অভিযোগ পেলে অপরাধীকে শনাক্ত করতে পুলিশ কাজ করবে বলে জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়নপুর মহল্লায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

Comments