শরীয়তপুর

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ১ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
নিহত মতিউরের স্বজনদের আহাজারি। ছবি: জাহিদ হাসান/স্টার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ১ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

নিহত মতিউর রহমান মুন্সি (৩০) নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মৃত আব্দুল করিম মুন্সির ছেলে।

আজ বুধবার সকালে কুপিয়ে আহত হওয়ার পর বেলা ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জেলা পুলিশ সুপার মো. সাইফুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জমি দখলকে কেন্দ্র করে মৃধা পরিবারের সঙ্গে প্রতিবেশী মতিউর রহমানের পরিবারের বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করছি জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।'

পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'নিহত মতিউর রহমান মুন্সি পেশায় কৃষক ছিলেন। প্রতিবেশী ইকবাল মৃধা, বাদল মৃধা, বিল্লাল মৃধাদের সঙ্গে ১০ শতাংশ জমি নিয়ে তার পরিবারের বিরোধ চলছিল। বিরোধের জেরে আজ সকাল ১০টায় মৃধা পরিবারের লোকজন মতিউরকে কুপিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় শরীয়তপুর সদর হাসপাতালে মারা যান।'

Comments