খুলনার ফুলতলায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

খুলনা

খুলনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মোল্লা (৪৮) মারা গেছেন।

ফারুক মোল্লা খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফারুক উপজেলার পয়গ্রাম এলাকার হাসেম মোল্লার ছেলে। গতকাল রাতে তার মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বেজেরডাঙ্গার মধ্যডাঙ্গা গ্রামে সশস্ত্র দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করার পাশাপাশি পায়ের রগ কেটে দেয়। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা ফারুক মোল্লাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঢাকা যাওয়ার পথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় পৌঁছালে তার অবস্থা আরও খারাপ হয়। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানাকার চিকিৎসকরা রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফারুক মোল্লা চরমপন্থী দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ফুলতলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ফুলতলা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, ইউপি সদস্য ফারুক মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করলে আমরা সাথে সাথে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। পরে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন অভিযোগ বা মামলা করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English

National charter can lead to state reform: Prof Ali Riaz

He further said that their main objective is to reach the point of forming a national charter as swiftly as possible

48m ago