বেনাপোলে ৭ বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১
বেনাপোলের অগ্রভুলাট ও দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আসছে, এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা রাত ১২টায় অগ্রভুলাট ও দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি নাইন এমএম পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সম্রাট হোসেন (৩৫)। তিনি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
তানভীর রহমান বলেন, 'দেশে নাশকতা সৃষ্টি করতে ও সন্ত্রাসী কাজে ব্যবহারের উদ্দেশে এসব অস্ত্র ভারত থেকে আনা হচ্ছিল। আটক অস্ত্র ব্যবসায়ী বিজিবির কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছেন। আজ সকালে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।'
Comments