আরও মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল-পলক-মেনন-ইনুকে

আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু

ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুসহ আট জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসামিদের মধ্যে অন্যরা হলেন—আওয়ামী লীগের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলু এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান।

২০১৫ সালের ২২ এপ্রিল বাংলামোটরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় আনিসুল, মেনন ও ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাসচালক ইনসান আলীর মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় পলক, সাদেক খান ও সলুকে গ্রেপ্তার দেখানো হয়।

কনস্টেবল সোয়েবুর রহমান ও নজিবুর রহমানকে ২০২২ সালের ৭ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিন জন তদন্ত কর্মকর্তা এ বিষয়ে তিনটি আবেদন নিয়ে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম মো. ইমরান আহমেদ আজ বুধবার এ আদেশ দেন।

Comments

The Daily Star  | English
donald trump tariff policy impact on america

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

5h ago