মানিকগঞ্জে সাবেক গ্রাম পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

জমি নিয়ে বিরোধের জের ধরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাবেক গ্রাম পুলিশের সদস্য ফাইজুদ্দিনকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ সালজানা গ্রামে এ ঘটনা ঘটে।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

জমি নিয়ে বিরোধের জের ধরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাবেক গ্রাম পুলিশের সদস্য ফাইজুদ্দিনকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ সালজানা গ্রামে এ ঘটনা ঘটে।

ফাইজুদ্দিনের শিবালয় উপজেলা আরোয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের সদস্য ছিলেন। তার বাবা মৃত হেলাল উদ্দিন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী আবু তালেবের সঙ্গে ১৬ শতাংশ জমি নিয়ে ফাইজুদ্দিনের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। দুপুরে আবু তালেব কয়েকজন সহযোগী নিয়ে জমি দখল করতে এলে ফাইজুদ্দিন বাধা দেন। আবু তালেব ও তার সহযোগিরা মারধর করলে ঘটনাস্থলেই ফাইজুদ্দিনের মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Comments