চোর সন্দেহে ফটিকছড়িতে কিশোরকে পিটিয়ে হত্যা, হাসপাতালে আরও ২

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে ৩ কিশোরকে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. রিহান উদ্দিন মহিন (১৫) স্থানীয় মুদি দোকানদার মুহাম্মদ লোকমানের ছেলে।
আহতরা হলেন মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে ঘুরে মহিন ও তার বন্ধুরা রাত ৩টার দিকে বাড়ি ফিরছিল। সে সময় ৭–৮ জন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে।
প্রাণ বাঁচাতে ৩ কিশোর একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলেও, সেখান থেকে তাদের বের করে রশি দিয়ে বেঁধে সেতুর ওপর বেধড়ক মারধর করা হয়।
ভোর ৬টায় পুলিশ উদ্ধার করা আগ পর্যন্ত ওই ৩ কিশোরকে ঘটনাস্থল সংলগ্ন একটি ব্রিজের সঙ্গে বেঁধে রাখা হয়।
পুলিশ জানান, ঘটনাস্থলেই মহিন মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি নুর আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয় ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এটিকে সাধারণ গণপিটুনি হিসেবে মনে হচ্ছে না। হামলাকারীরা একই গ্রামের হওয়ায় ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত বলে মনে হচ্ছে।'
তিনি আরও বলেন, 'নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করতে থানায় এসেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।'
ওসি জানান, এ ঘটনায় নোমান ও আজাদ নামে ২ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মহিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Comments