মালয়েশিয়াগামী ট্রলারডুবি: সাঁতরে তীরে এলেন রোহিঙ্গাসহ ৩৩ জন

rohingya.jpg
গতকাল সাঁতরে তীরের কাছাকাছি আসা ৪১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি ট্রলার ডুবে গেছে। সাঁতরে তীরের কাছাকাছি আসা ৩৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার সকালে টেকনাফে কোস্টগার্ডের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়ার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাঁতরে তীরের কাছাকাছি আসা রোহিঙ্গাসহ ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৯ জন রোহিঙ্গা রয়েছেন; ৩ জন নারী ও ২৬ জন পুরুষ। এ ছাড়া, বাংলাদেশি রয়েছেন ৪ জন।

তিনি বলেন, ট্রলারে কতজন ছিল তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, ট্রলারে তারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। ট্রলার ডুবে যাওয়ার পরে তারা মাছ ধরার ট্রলারের জেলেদের কাছে সহায়তা চান। জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও কনটেইনার আঁকড়ে ধরে তারা তীরের কাছাকাছি এলে স্থানীয় বাসিন্দারা তাদের ভাসতে দেখে কোস্টগার্ডকে জানায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৩ জনকে উদ্ধার করা হয়। এখনো যারা সাগরে ভাসছে, তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনায় প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago