চট্টগ্রাম থেকে অপহৃত প্রবাসী ৪৮ ঘণ্টা পর রাঙ্গামাটিতে উদ্ধার

রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে অপহৃত এক প্রবাসীকে ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি জেলা শহরের কাঠালবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রবাসী মো. হারুন। ছবি: সংগৃহীত

রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে অপহৃত এক প্রবাসীকে ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি জেলা শহরের কাঠালবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম শহরে যাওয়ার পথে নিখোঁজ হন সৌদিপ্রবাসী মো. হারুন (৪৫)। 

তিনি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের শিকদার পাড়া গ্রামের বাসিন্দা।

সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, 'গত মঙ্গলবার রাতে হারুন নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৫০ হাজার টাকা পাঠায়।' 

'এর মধ্যেই পুলিশের উদ্ধার তৎপরতা শুরু হয় এবং বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি শহরের কাঠালবাগান এলাকা থেকে হারুনকে উদ্ধার করা হয়,' বলেন তিনি।

হারুনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শামীম। 

Comments