আইস-ইয়াবা ভর্তি ব্যাগ ফেলে চোরাকারবারি পালালেন মিয়ানমারে

স্টার ডিজিটাল গ্রাফিক্স

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের উপস্থিতি টের পেয়ে ২ মাদক চোরাকারবারি আইস ও ইয়াবা ভর্তি ব্যাগ ফেলে নাফ নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে গেছেন।

আজ শনিবার দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

আজ শনিবার ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের খারাংখালী থেকে আইস ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।

ইফতেখার বলেন, 'বিজিবির একটি টহল দল ২ জনকে নাফ নদী পার হয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদেরকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ওই ২ জন বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে নাফ নদী সাঁতারে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।'

তিনি বলেন, 'তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।'

তিনি আরও বলেন, 'আজ ভোর ৫টার দিকে হোয়াইক্যং বিজিবির তল্লাশি চৌকিতে একটি ইজিবাইক তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।'

উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago