বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিয়ের অনুষ্ঠানে কিশোরীকে (১৫) ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিয়ের অনুষ্ঠানে কিশোরীকে (১৫) ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. টিপু সুলতান (২৫) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালি পাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিক উল্লার ছেলে।

ঘটনার ৪ দিন পর গতকাল রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, 'পুলিশ এই মামলার অপর ৩ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।'

গত ৪ অক্টোবর রাতে কবিরহাট উপজেলায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরের দিন রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেন।

Comments