শ্যামনগরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ২

স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ভরুলিয়া ইউনিয়নে হাটতলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শিদ।

নিহত ব্যক্তির নাম আব্দুল রাজ্জাক গাজী (৬০)। তিনি হাটতলা গ্রামের বাসিন্দা।

ভরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল্লাহ জানান, ৩০ কাঠা জমি নিয়ে আব্দুল রাজ্জাক গাজী, তার ভাই শাহাদাৎ গাজী ও প্রতিবেশী আয়জুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশও হয়েছে। আজ সকালে আব্দুর রাজ্জাক ওই জমিতে ঘর বাঁধতে গেলে বিরোধের সূত্রপাত ঘটে। সেসময় আয়জুলের নেতৃত্বে তার লোকজন রাজ্জাককে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন।

ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ বলেন, 'নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আয়জুল ও তার ভগ্নিপতি ইয়াকুব আলীকে আটক করা হয়েছে। এ ঘটনা এখনো কেউ মামলা দায়ের করেনি।'

Comments

The Daily Star  | English
zubuyer

Bangladeshi photographer captures stunning nebulae with self-made telescope

Astrophotographer Zubuyer Kaolin captures a stunning Orion Nebula image with a self-built telescope

1h ago