রাজধানীর ডেমরায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ডেমরা এলাকায় ১৮ বছরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, '২ সপ্তাহ আগে ওই তরুণী ঢাকার কদমতলী এলাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। গতকাল চাচাতো দুলাভাইয়ের সঙ্গে তিনি ডেমরা কোনাপাড়া এলাকায় একটি মেলায় ঘুরতে যান।'

তিনি বলেন, 'মেলায় সেই দুলাভাইয়ের এক বন্ধু ওই তরুণীকে কোমল পানীয় খেতে দেন। পরে অচেতন হয়ে গেলে তাকে একটি কাশবনে নিয়ে গিয়ে ওই দুজনসহ আরও ৩ জন মিলে ধর্ষণ করেন।'

পরে রাত সোয়া ২টার দিকে ডেমরার পাইটি এলাকায় রাস্তা থেকে ওই তরুণীকে উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা করছে বলেও জানান পুলিশ পরিদর্শক ফারুক মোল্লা।

Comments

The Daily Star  | English

Boarding bridge collapse damages Kuwait Airways aircraft at Dhaka airport

The incident occurred around 2:30am shortly after Kuwait Airways flight KU283 landed in Dhaka at 1:30am

2h ago