উত্তরায় নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে একটি খালি প্লট থেকে বিছানার চাদরে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তুরাগ থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে ফোন দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের বাম হাত ভাঙা এবং প্লাস্টার করা। 

ওসি আরও জানান,  ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর। পরিচয় শনাক্তের জন্য সিআইডি তার ফিঙ্গার প্রিন্ট নিয়েছে।

'তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে', যোগ করেন ওসি।  

 

Comments