দিনাজপুরে ধর্ষণ মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণের দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার বিকেলে দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ মো. শরিফউদ্দিন এ আদেশ দেন।

আদালতে দুই আসামির উপস্থিতিতে এই রায় দেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন--ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের হানীফা হাজীর ছেলে মো. বুদু (৪০) এবং একই এলাকার মোকলেছার রহমানের ছেলে মো. সাগর হোসেন(৩২)।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২১ নভেম্বর গৃহবধূ বাবার বাড়ি যাচ্ছিলেন। এসময় পথ থেকে সাগর হোসেন ও বুদু ভুক্তভোগী গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করেন।

ওই দিন রাতেই ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রায় ২ বছর মামলার বিচার কাজ শেষে আদালত আজ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তৈয়বা বেগম বলেন, কম সময়ের মধ্যে মামলার রায় হয়েছে। গৃহবধূর পরিবার মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English
Women's Affairs Reforms Commission

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

9h ago