খুলনায় ঘর থেকে গৃহবধূর বাক্সবন্দী মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

খুলনা নগরীর সোনাডাঙ্গার কেডিএ এভিনিউ এলাকার একটি ঘরে থেকে বাক্সবন্দী অবস্থায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনা নগরীর সোনাডাঙ্গার কেডিএ এভিনিউ এলাকার একটি ঘরে থেকে বাক্সবন্দী অবস্থায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সেই গৃহবধূর নাম স্বপ্না খাতুন (২৭) । ঘটনার পর থেকে তার স্বামী আবু বক্কর পলাতক আছেন।

আজ রোববার ভোরে অথবা গভীর রাতে কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত স্বপ্না খাতুনের দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটি একটি পলিথিনে মোড়ানো ছিল। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'নিহতের স্বামী আবু বক্কর একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করতেন। রোববার সকালে তিনি কর্মস্থলে না যাওয়ায় ও মোবাইল বন্ধ পাওয়ায় সহকর্মীরা তাকে খুঁজতে বাসায় যান। পরে তারা জানালা দিয়ে বিছানায় একটি বাক্স ও বিছানার আশপাশে রক্ত দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো মাথা ও একটি কাঠের বাক্সের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। এসময় সেখান থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

Comments