পাবনায় কারখানা শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় এক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনায় এক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শাহ আলম ও মো. সাব্বির হোসেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার রাতে কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে একই কারখানার সুপারভাইজার শাহ আলম ও কয়েকজন অজ্ঞাত যুবক ভুক্তভোগী নারীকে আটক করে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই নারী পাবনা সদর থানায় শাহ আলমের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।

ওসি জানান, পুলিশ এ ঘটনার তদন্ত করছে ও দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: Panel suggests 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age limit for applying for public service jobs to 35 years for male candidates and 37 years for female applicants..The five-member committee, formed to review the feasibility of extending the age limit for applying for government j

40m ago