যশোর সীমান্তে ৬২টি স্বর্ণের বারসহ আটক ২

ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া এলাকা থেকে ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ।
শার্শার গোড়পাড়া এলাকা থেকে ৬২টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া এলাকা থেকে ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় গোড়পাড়ার আমতলা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ২ জন হলেন- নাইম হোসেন (৪০) ও আজহারুল ইসলাম (৩৫)।

নাভারণ সার্কেল পুলিশের এডিশনাল এসপি জুয়েল ইমরান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোড়পাড়া সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।

তিনি আরও বলেন, আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে। আটক ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Comments