পদ্মাসেতু নিয়ে গুজব: রাজশাহীতে যুবকের ৫ বছরের কারাদণ্ড
পদ্মাসেতু সম্পর্কে গুজব ছড়ানোর দায়ে এক যুবকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর একটি আদালত।
আজ মঙ্গলবার রাজশাহীর বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাজিব হোসাইন (১৯) রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
রাজশাহী সাইবার ক্রাইম আদালতের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আসামি রাজিব তার ফেসবুকে ২০১১ সালের অক্টোবর মাসে "বাংলাদেশে পদ্মা সেতুর নির্মাণ চলা পথে বাধা পড়েছে, মানুষের মাথা লাগবে। ১ লক্ষ বা তারও বেশি মানুষের মাথা প্রয়োজন" এমন পোস্ট দেন।'
তিনি বলেন, 'আসামি রাজিব হোসাইনের বিরুদ্ধে আনীত অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)/৩১(১) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড দেন। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩১(২) ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।'
Comments