টাঙ্গাইলে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অপরাধে আলমগীর হোসেন (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অপরাধে আলমগীর হোসেন (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আসামির উনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আলমগীরের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভুটিয়া গ্রামে। তার বাবার নাম আবু হানিফ।

সূত্র জানিয়েছেন, হাজতবাস থেকে জামিনে মুক্তি নিয়ে গা ঢাকা দেন আলমগীর।

বিচারিক আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) আলী আহমেদ জানান, ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেছিলেন আলমগীর। পরে তার এক স্বজনের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ৮ সেপ্টেম্বর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আলমগীরের বিরুদ্ধে মামলা করেন। ২০০৮ সালের ১৮ ডিসেম্বর গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজাম্মেল হক একমাত্র আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩) এর ৭ ধারা এবং ৯(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে পৃথকভাবে সাজা দিয়েছেন আদালত। তবে উভয় অপরাধের সাজা একত্রে চলবে, বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

2h ago