তারা বিএনপিকর্মী, সমাবেশে যেতে চুরি-ছিনতাই করেন: ডিবি প্রধান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ জানিয়েছেন, তারা ছিনতাইকারী চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছেন। তারা নিজেদের বিএনপিকর্মী পরিচয় দেন। জনসমাবেশে যাওয়ার টাকা জোগাড় করতে চুরি-ছিনতাই করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, আমরা একটি ছিনতাইকারী চক্রের সন্ধান পেয়েছি। চক্রের সদস্যরা স্বীকার করেছে, তারা বিএনপির কর্মী। বিএনপির সব জনসমাবেশে তারা যায়। জনসমাবেশ থেকে ফিরে এসে তারা ঢাকায় ছিনতাই করে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কাউকে দোষারোপ বা হেয় করার জন্য না—তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আপনাদের পেশা কী? তারা বলেছেন, আমরা রাজনীতি করি। বিএনপি যখন কোনো সমাবেশ হয় আমরা সেখানে যাই। যাওয়া-আসা করতে আমাদের টাকার প্রয়োজন হয়, তখন আমরা চুরি-ছিনতাই করি।
অন্য সমাবেশে যায় কি না গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওরা বিএনপি করে। আমরা তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন পেয়েছি। কিছু মোবাইল ফোন তারা সমাবেশ থেকে চুরি করেছে কি না এটা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা বিএনপির বরিশালের সমাবেশে গিয়েছিল।
Comments