লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা

ধর্ষণ
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক গৃহবধূকে (৪০) ধর্ষণ ও সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় গতকাল শনিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে ৩ জনকে আসামি করে আদিতমারী থানায় একটি মামলা করেছেন।

আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মামলায় আসামিরা হচ্ছেন, কমলাবাড়ী ইউনিয়নের মৃত আব্দুল বারেক পচুর ছেলে আসাদ মিয়া (৫০), মৃত আব্দুল মোত্তালেব দুক্কার ছেলে মিলন মিয়া (৪০) এবং মৃত মোক্তার আলীর ছেলে কুলু মিয়া (৪৫)।

পুলিশ জানায়, ওই গৃহবধূ কাঁথা সেলাইয়ের কাজ করেন। গত ৯ অক্টোবর তাকে কাজ দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান আসাদ মিয়া। এরপর তাকে ধর্ষণ করেন এবং মিলন মিয়া ও কুলু মিয়ার সহযোগিতায় ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে ব্লাকমেইল করার চেষ্টা করেন ধর্ষকরা। এক পর্যায়ে তারা ওই ভিডিও গ্রামের মানুষের মোবাইলে ছড়িয়ে দেন।

ওই গৃহবধূর স্বামী বলেন, 'আসামিরা গ্রামে খারাপ মানুষ হিসেবে পরিচিত। তারা গ্রামের নানা অপকর্মের সঙ্গে জড়িত। মামলা করে ভয়ে আছি। ঘর থেকে বের হলেই শুনি মানুষ ভিডিওটি নিয়ে আলোচনা করেন। লজ্জায় ঘর থেকেও বের হতে পারছি না।'

আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, 'ভিডিও ক্লিপটি উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলা হওয়ার পর আসামিরা পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ধর্ষণের ভিডিওটি মোবাইল থেকে ডিলিট করে দেওয়ার জন্য গ্রামের মানুষকে অনুরোধ করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago