ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঝুমন দাশের জামিন

ঝুমন দাশ আপন। ছবি: সংগৃহীত

ফেসবুক পোস্ট শেয়ার করে সহিংসতা ছড়ানোর অভিযোগে সুনামগঞ্জের শাল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলায় ঝুমন দাশকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় কুসংস্কার ও উসকানিমূলক কোনো বক্তব্য দিতে পারবেন না, এমন শর্তে ঝুমনকে জামিন দেন আদালত।

এ মামলায় ঝুমন দাশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দ্য ডেইলি স্টারকে ঝুমন দাশের আইনজীবী তাপস কান্তি বাউল বলেন, 'হাইকোর্টের আদেশের পর ঝুমন দাশের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা নেই।'

ফেসবুক পোস্ট শেয়ার করে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ৩০ আগস্ট ঝুমন দাশকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments