নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় দুটি মিষ্টির কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় লক্ষ্মী মিষ্টি ঘর ও জনতা মিষ্টি ঘরকে এই জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার দুটি মিষ্টির কারখানায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লক্ষ্মী মিষ্টি ঘর ও জনতা মিষ্টি ঘর তাদের নিজস্ব কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে বাজারে বিক্রি করছিল। সোমবার দুপুরে দুটি কারখানায় অভিযানে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় লক্ষ্মী মিষ্টি ঘরের স্বত্বাধিকারী বিকাশ পালকে ৫০ হাজার এবং জনতা মিষ্টি ঘরের স্বত্বাধিকারীর পক্ষে পাপন পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, জরিমানা করা প্রতিষ্ঠান দুটিকে মানসম্মত পরিবেশ ছাড়া মিষ্টি উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments