ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে ‘হত্যার হুমকি’ যুবলীগ নেতার

জামালপুরের ইসলামপুর উপজেলার এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার সাপধরী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা লেবুর বিরুদ্ধে।
স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুরের ইসলামপুর উপজেলার এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার সাপধরী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা লেবুর বিরুদ্ধে।

এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে ইসলামপুর থানায় মামলার বাদী একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। অভিযুক্ত যুবলীগ নেতা লেবুর ভাই সুরুজ্জামান এই ধর্ষণ মামলার আসামি।

জিডিতে উল্লেখ করা হয়, গত বছরের ৭ জুন ইসলামপুর থানায় ওই নারীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে মাসুদ রানা লেবুসহ আসামি সুরুজ্জামানের পরিবারের সদস্যরা বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দিয়ে আসছেন।

এ ছাড়া জিডিতে আসামি ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে বাদীর বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করার পাশাপাশি বাদীর ছেলের নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগও করা হয়। 

ধর্ষণ মামলার বাদী দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলা করার পর থেকেই সুরুজ্জামান ও তার ভাই মাসুদ রানা লেবু মামলা তুলে না নিলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে‌। তারা বলে যে তারা আওয়ামী লীগের লোক। আমাদের মেরে ফেললেও কিছু হবে না।'

এই অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা মাসুদ রানা লেবু বলেন, 'মামলা তুলে নিতে কোন ধরনের হুমকি দেওয়া হয়নি। মামলা আদালতে চলমান আছে। আদালতে সবকিছু প্রমাণ হবে। হুমকির অভিযোগ মিথ্যা, বানোয়াট।'

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, 'বাদী এবং আসামির বাড়ি পাশাপাশি। আগের মামলার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। বাদী থানায় যে জিডি করেছেন, তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments