অপরাধ ও বিচার

‘বিনিময়’ প্লাটফর্ম ব্যবহার করে ৯৭ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

বাংলাদেশ ব্যাংকের ‘বিনিময়’ প্ল্যাটফর্ম ব্যবহার করে ৯৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বাংলাদেশ ব্যাংকের 'বিনিময়' প্ল্যাটফর্ম ব্যবহার করে ৯৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার সিআইডির আর্থিক অপরাধ বিভাগের একটি দল বগুড়া থেকে চক্রটিকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার বিকেলে মেইলবাগে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এ তথ্য জানান। তিনি জানান, মামলাটি এখন তদন্তাধীন।

ডিজিটাল লেনদেনের সুবিধার্থে বাংলাদেশের ব্যাংক পরিচালিত প্ল্যাটফর্ম বিনিময়। এর মাধ্যমে ব্যাংক এবং বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে আন্তলেনদেন করা যায়।

Comments