ঋণ মামলায় ১২ কৃষকের জামিন

ঋণ পরিশোধ না করার অভিযোগ এনে ব্যাংকের দায়ের করা মামলায় গ্রেপ্তার ১২ কৃষককে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামসুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
পাবনা
স্টার অনলাইন গ্রাফিক্স

ঋণ পরিশোধ না করার অভিযোগ এনে ব্যাংকের দায়ের করা মামলায় গ্রেপ্তার ১২ কৃষককে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামসুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল মজিদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কৃষকদের আইনজীবী অ্যাডভোকেট তৌফিক ইমাম জানান, তাদের সবাই আদালতে ১ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন।

২০১৬ সালে সমিতির নামে ৩৭ জন কৃষক প্রত্যেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে ঋণ নিয়েছিলেন। কিস্তি পরিশোধ না করায় সুদ-আসলে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ লাখ টাকা।

ব্যাংকের দায়ের করা মামলায় গত শুক্রবার ১২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরা হলেন—ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের আলম প্রামাণিক (৫০), মাহাতাব মণ্ডল (৪৫), আবদুল গণি মণ্ডল (৫০), শামীম হোসেন (৪৫), সামাদ প্রামাণিক (৪৩), নূর বক্স (৪৫), মোহাম্মদ আকরাম (৪৬), মোহাম্মদ রজব আলী (৪০), কিতাব আলী (৫০), হান্নান মিয়া (৪৩), মোহাম্মদ মজনু (৪০) ও মোহাম্মদ আতিয়ার রহমান (৫০)।

গ্রেপ্তার একাধিক কৃষকের স্বজন জানিয়েছেন, ৫ বছর আগেই তারা ঋণের টাকা পরিশোধ করে দিয়েছেন। এরপরও গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে সে কথাও তারা জানতেন না।

প্রতিষ্ঠানটির আইনজীবীর দাবি, খেলাপি ঋণ আদায়ে নিয়ম মেনে ২০২১ সালে আদালতে মামলা করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Default loans

High bad loans a 'big threat' to financial sector: BB

The central bank said in quarterly review on money and exchange rate

2h ago