টিলা কাটার দায়ে ৫ জনের কারাদণ্ড

সিলেট
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটে টিলা কাটার দায়ে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সিলেট নগরীর হাওলাদার পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জালালাবাদ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ধারা লঙ্ঘণ করে টিলা কাটার সময় ৫ জনকে আটক করা হয়। তারপর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর মধ্যে নগরীর করেরপাড়া এলাার বিলাল মিয়াকে ৩ মাস এবং একই এলাকার বলরাম দাস, জ্যোতির্ময় দাস, জয়ন্ত দাস ও সুনামগঞ্জের দিরাই উপজেলার রবিন্দ দাসকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। এ সময় অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোহাইমিনুল হক ও নমুনা সংগ্রহকারী রুবেল মিয়া উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বলেন, 'টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর বর্তমানে জিরো টলারেন্স নীতি পালন করছে এবং এ ধরনের অভিযান চলবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

6h ago