রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা সুবাহ চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকার রাঙীপাড়ার একটি দোকানে ইউপিডিএফ নেতা সুবাহ চাকমা চা খেতে যান। কিছুক্ষণ পর ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত দোকানটি ঘেরাও করে ফেলে। তারপর দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায়।
নিহত সুবাহ চাকমা উপজেলার এগারেল ছড়ার বিরাজ মোহন চাকমার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা দ্য ডেইলি স্টারকে জানান, ইউপিডিএফে নেতা সুবরাহ চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন হাওলাদার ডেইলি স্টারকে বলেন, 'আমরা খবর পেয়েছি যে, ইউপিডিএফ নেতা সুবাহ চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিস্তারিত জানা যাবে।'
Comments