কেরাণীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

রাজধানীর কেরাণীগঞ্জে ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর কেরাণীগঞ্জে ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। ঘটনাটি কেরাণীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি। 

মৃত আমিন হোসেন আসিফ (৩০) দক্ষিণ কেরাণীগঞ্জের চড়াইল এলাকার বাসিন্দা ছিলেন। গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

তার স্ত্রী সালমা আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, তার স্বামী আসিফ পুলিশ ও র‍্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। এ কারণে স্থানীয় মাদক চোরাকারবারিদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিলে। গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় রাসেলের ফোন পেয়ে আসিফ বাসার বাইরে যান। 

পরে রাতে তারা খবর পান যে আসিফকে ছুরিকাঘাত করা হয়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিনি র‍্যাব-পুলিশের সোর্স ছিলেন বলে শুনেছি, নিশ্চিত নই। এ ঘটনার বিষয়ে কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযুক্তদের খোঁজা হচ্ছে।' 

Comments