অপরাধ ও বিচার

মুন্সিগঞ্জ আদালতে ব্লেড নিয়ে পুলিশের ওপর হামলা, আটক ২

মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ব্লেড নিয়ে হামলায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে এ ঘটনা ঘটে।
আদালতে পুলিশ কনস্টেবলের ওপর হামলাকারী জালালকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ব্লেড নিয়ে হামলায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবলের নাম মোহাম্মদ আলী। এ ঘটনায় হামলাকারী জালাল ও তার স্ত্রী রীনা বেগমকে (৩০) আটক করা হয়েছে বলে জানিয়েছেন আদালত পরিদর্শক জামাল উদ্দিন।

হামলার প্রত্যক্ষদর্শী আদালতের স্টেনোগ্রাফার নাজমুল হোসেন জানান, সোমবার দুপুর দেড়টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের এজলাসে একটি মামলার সাক্ষ্য নেওয়া হচ্ছিল। এ সময় জালাল এজলাস কক্ষে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীকে জাপটে ধরে তার জবানবন্দি নেওয়ার দাবি জানান। উপস্থিত কয়েকজন তাকে নিরস্ত গেলে তিনি তার হাতে থাকা ব্লেড দিয়ে মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে অন্য পুলিশ সদস্যরা জালালকে আটক করেন।

নাজমুল হোসেন আরও বলেন, হামলাকারী জালাল ওই মামলার সঙ্গে কোনোভাবে জড়িত নয় বলে জানতে পেরেছি।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল হোসেন বলেন, কী কারণে ঘটনাটি ঘটেছে এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম জানান, দুপুর আড়াইটার দিকে কোর্ট থেকে একজন আহত পুলিশ সদস্যকে আনা হয়েছিল। তাকে চিকিৎসা দিয়ে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English
IMF suggestions for Bangladesh

IMF suggests raising power, gas and fertiliser prices

The International Monetary Fund yesterday recommended reducing government subsidies by hiking prices of power, gas and fertiliser, and spending the saved money on society safety net programmes.

16h ago