নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রাস্টি শাহজাহানের জামিন

৩০৪ কোটি টাকা আত্মসাতের মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য মো. শাহজাহানকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট।
supreme-court.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

৩০৪ কোটি টাকা আত্মসাতের মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য মো. শাহজাহানকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট।

শর্ত অনুযায়ী, শাহজাহান এনএসইউ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না এবং সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না।

আজ বুধবার শাহজাহানের জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্টের জামিন আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে ওয়াচডগ।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'শাহজাহানের বার্ধক্য ও শারীরিক অবস্থা বিবেচনা করে হাইকোর্ট জামিন দিয়েছেন।'

জামিন আবেদনের শুনানিকালে শাহজাহানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

 

Comments