অপরাধ ও বিচার

বিএনপির ১১২ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রমনা থানায় করা ২ মামলায় বিএনপির ১১২ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
স্টার অনলাইন গ্রাফিক্স

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রমনা থানায় করা ২ মামলায় বিএনপির ১১২ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রমনা থানার ২ উপ-পরিদর্শক এ বিষয়ে ২টি আলাদা আবেদন জমা দিলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই নির্দেশ দেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলও রয়েছেন।

আজকের শুনানিতে ওই ১১২ জনকে আদালতে হাজির করা হয়।

গত ৭ ডিসেম্বরের ওই ঘটনায় পল্টন থানায় করা অন্য মামলায় বিএনপির এই ১১২ নেতাকর্মীকে আগেই গ্রেপ্তার করা হয়েছে।

এই ১১২ জনসহ পল্টন থানায় দায়ের করা মামলায় আজ বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান ও খায়রুল কবির খোকনসহ মোট ৩৪৮ নেতাকর্মীকে ঢাকার এক আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments