রাঙ্গামাটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

রাঙ্গামাটির লংগদু উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. নাজমুল হোসেন রানা (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতীকী ছবি

রাঙ্গামাটির লংগদু উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. নাজমুল হোসেন রানা (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বিকেলে উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাকপাড়িয়া (শান্তি নগর) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রানা কাকপাড়িয়া এলাকার মো. হারুন মিয়ার ছেলে। ধর্ষণের ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Comments