উত্তরায় চলন্ত গাড়িতে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

গ্রেপ্তার নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২)। ছবি: সংগৃহীত

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২) পেশায় গাড়িচালক। গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত ২৫ ডিসেম্বর ওই তরুণী তার এক বন্ধুর সঙ্গে উত্তরা ৭নং সেক্টরের একটি ভবনে যান। সেখানে তাদের দুজনকে সিজান, রায়হানসহ আরও ২ জন আটকে রেখে টাকা দাবি করেন। ওই নারীর বন্ধু টাকা আনতে গেলে তারা ৪ জন তরুণীকে প্রাইভেট কারে তুলে গাড়িটি চলন্ত অবস্থায় ৪ জন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।

এ ঘটনায় থানায় মামলার পর গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিজান ও রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামিরা প্রত্যেকেই গাড়ি চালক। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানান ওসি।

Comments