খাগড়াছড়িতে স্কুলশিক্ষার্থী ধর্ষণ মামলায় ৪ আসামি ৩ দিনের রিমান্ডে

স্টার ডিজিটাল গ্রাফিক্স

খাগড়াছড়িতে এক স্কুলশিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ৪ জনকে ৩ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে খাগড়াছড়ি আমলি আদালতের বিচারক মাজেদুল ইসলাম এ বিষয়ে আদেশ দেন।

শুনানির সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী সৌরভ ত্রিপুরা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়েছিলাম। কিন্তু আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।'

গত ২৭ জুন ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। গত বুধবার রাতে ধর্ষণের অভিযোগে ৬ জনকে আসামি করে মামলা করে পরিবার। 

মামলার পর ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (৩২)।

পলাতক অপর দুই আসামি হলেন—মো. সোহেল ইসলাম (২৩) ও মো. মুনির ইসলাম (২৯)।

পলাতক দুই আসামির বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল ডেইলি স্টারকে বলেন, 'মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আশা করি ওই ২ আসামি শিগগির ধরা পড়বে।'

Comments

The Daily Star  | English
nahid-ctg

NCP attacked in Cox's Bazar for exposing the truth: Nahid

Hasnat says those who ruled Bangladesh in the past planned escape routes abroad

1h ago