ফখরুল-আব্বাসের জামিন স্থগিত চেয়ে আবেদন, শুনানি বিকেলে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাস | ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ বুধবার বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গতকাল সন্ধ্যায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির হাইকোর্টের মঞ্জুর করা ৬ মাসের জামিন আদেশ চ্যালেঞ্জ করে আপিলের কথা দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন।

এর আগে দুপুরে ফখরুল ও আব্বাসকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট বিভাগ। ফলে, তাদের কারাগার থেকে বেরিয়ে আসার পথ সুগম হয়।

একইসঙ্গে হাইকোর্ট রুলে জানতে চান, রাজধানীর নয়াপল্টন এলাকায় গত ৭ ডিসেম্বর পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না? ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব চেয়েছেন আদালত।

Comments