রিকশাচালককে গুলি করে হত্যা: ওয়ার্ড যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল উদ্দিনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আরেকজন হচ্ছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হৃদয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিকশাচালক মামুন হোসেনকে (২৬) গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, তার ভাই আনোয়ার হোসেনসহ ৪ জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থানায় মামলা করেন মামুনের মা লিপি বেগম।

মামলা হওয়ার পর র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা ঈশ্বরদী পৌরসভার শৈলপারা এলাকায় ভোররাত ৩টার দিকে অভিযান চালিয়ে প্রধান আসামি কামাল উদ্দিন ও আরেক আসামি হৃদয়কে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঈশ্বরদী থানায় সোপর্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাত ৯টার দিকে পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ উঠে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক থাকা আনোয়ার গ্রেপ্তার কামাল হোসেনের ছোট ভাই।

তিনিসহ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।

 

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago