বিনা অপরাধে ২ মাস ধরে জেলে বন্দি বুশরা: পরিবার

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়ে ২ মাস ধরে কারাগারে আটক আমাতুল্লাহ বুশরার পরিবারের সদস্যরা বলছেন, কোনো অপরাধ না করেও তাকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রতীকী ছবি: স্টার

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়ে ২ মাস ধরে কারাগারে আটক আমাতুল্লাহ বুশরার পরিবারের সদস্যরা বলছেন, কোনো অপরাধ না করেও তাকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।

আজ রোববার ঢাকার একটি আদালত বুশরার জামিন মঞ্জুর করার পর তার চাচা মাজহারুল ইসলাম বলেন, 'সে (বুশরা) নির্দোষ। আমরা এখন কারাগার থেকে তার মুক্তির অপেক্ষায় আছি।'

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ওবায়দুর রহমান জানান, আদালতের আদেশ পাওয়ার পর বুশরার মুক্তির জন্য তারা পদক্ষেপ নেবেন।

বুশরার চাচা মাজহারুল ইসলামের প্রশ্ন, 'কোনো অপরাধ না করেও জেলে থেকে যে ট্রমার মধ্য দিয়ে গেল বুশরা, এর ক্ষতিপূরণ কে দেবে?'

তিনি জানান, এ ঘটনায় বুশরার বাবা ভেঙে পড়েছেন। তারা এখন বুশরার পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়েও চিন্তিত।

নিখোঁজের ৩ দিন পর গত ৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন বাদী হয়ে রামপুরা থানায় মামলা দায়ের করলে পুলিশ গত ১০ নভেম্বর বুশরাকে গ্রেপ্তার করে।

এক মাসেরও বেশি সময় ধরে তদন্তের পর গত বছরের ১১ ডিসেম্বর পুলিশের গোয়েন্দা শাখা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, শীতলক্ষ্যা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ফারদিন।

Comments