‘আমি নির্দোষ, জামিনে দেরি কেন’ পরিবারকে বুশরা

বুয়েটশিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা নির্দোষ বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গ্রেপ্তারের ১ মাস হলেও তিনি এখনো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।
প্রতীকী ছবি

বুয়েটশিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরা নির্দোষ বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গ্রেপ্তারের ১ মাস হলেও তিনি এখনো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।

এ অবস্থায় বুশরার জামিন না হওয়া এবং তার পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার পরিবার।

বুশরার বাবা মঞ্জুরুল ইসলাম সম্প্রতি তাকে দেখতে কারাগারে গিয়েছিলেন।

সে সময় বুশরা তার বাবাকে জিজ্ঞাসা করেন, 'আমি নির্দোষ। জামিন পেতে দেরি হচ্ছে কেন?' 

মঞ্জুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তিনি বুশরাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে আদালতে এখন ছুটি চলছে। শিগগিরই তাকে জামিনে জেল থেকে বের করা হবে।

পরিবার জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুশরাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং এ কারণে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন।

নিখোঁজ হওয়ার ৩ দিন পর গত ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদীতে বুশরার বন্ধু ফারদিনের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনার পর ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রামপুরা থানায় মামলা করলে ১০ নভেম্বর বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুশরার চাচা মাজহারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বুশরাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দেশের মানুষ ইতোমধ্যেই জেনেছে যে সে নির্দোষ। আমরা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।' 

'আমরা যত দ্রুত সম্ভব মামলা থেকে তার অব্যাহতি চাই,' তিনি বলেন।

গত বুধবার পুলিশ ও র‌্যাব জানায়, ফারদিন সেতু থেকে শীতলক্ষ্যায় লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, ফারদিনের মৃত্যুর ঘটনায় বুশরার সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং বিষয়টি আদালতে জানানো হবে।

আদালত সূত্র জানায়, বুশরাকে অন্তত আগামী ৫ জানুয়ারি পর্যন্ত কারাগারে থাকতে হবে। ওই তারিখে ঢাকার একটি আদালতে তার জামিন আবেদনের শুনানি হবে।

Comments