কুমিল্লায় ডাকাত সন্দেহে পিটুনি, নিহত ২

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে ২ জন নিহত হয়েছেন। পিটুনিতে আহত হয়েছেন আরও একজন।
কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে ২ জন নিহত হয়েছেন। পিটুনিতে আহত হয়েছেন আরও একজন।

আজ শুক্রবার সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গত রাতে উপজেলার পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ডাকাতকে সন্দেহে ৩ জনকে আটক করে বেধড়ক পিটুনি দেয়। তাদের আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত আনুমানিক পৌনে ১টার দিকে দুজন মারা যান।'

নিহত দুজন হলেন—মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের বাসিন্দা আব্দুস ছালামের ছেলে মো. নুরু মিয়া এবং একই উপজেলার পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিন ছেলে ইসমাইল হোসেন।

আহত শাহ জাহান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়।

পালাসুতা গ্রামের একাধিক বাসিন্দা জানিয়েছেন, গত রাতে একদল সশস্ত্র মানুষ ডাকাতির উদ্দেশে গ্রামে প্রবেশ করে সুস্মন্ডা বাজার এলাকায় জড়ো হয়। গ্রামবাসী টের পেয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে গ্রামের একটি বাড়িতে প্রবেশ করে। গ্রামবাসী প্রথমে বাড়িটি ঘিরে ফেলে এবং ৩ জনকে আটক করে মারধর দেয়।

কামরুজ্জামান আরও বলেন, 'আমরা তাদের সম্পর্কে খোঁজ নিচ্ছি। তাদের বিরুদ্ধে অতীতে কোনো মামলা ছিল কি না সেসবও আমরা জানার চেষ্টা করছি।'

Comments