খুলনায় ‘গণপিটুনিতে’ সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে নিহত

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বোনের ছেলে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) 'গণপিটুনিতে' নিহত হয়েছেন।

নগরের দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে সোমবার সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।

দৌলতপুর থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি তিনি (রূপম) গণপিটুনির শিকার হয়েছিলেন। ঘটনার একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রূপম আরিফুজ্জামান নগরের আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চু ও সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের মেজো বোন নার্গিস বেগমের ছেলে।

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

7h ago