উখিয়া থেকে গ্রেপ্তার ২ ‘জঙ্গি’ কারাগারে

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' এর দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' এর দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তারা হলেন-- মাসকুর রহমান রণবী (৪৪) এবং আবুল বাশার মৃধা ওরফে আলম (৪৪)।

আজ মঙ্গলবার বান্দরবান জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার এই আদেশ দেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুল মজিদ এসব তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের পাহাড় পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব ১৫ সদস্যরা। এসময় র‍্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, ২টি শ্যুটারগান, ৩টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলিসহ দেশি বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক জঙ্গি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী মোশারফ হোসেন ওরফে রাকিব (৩২), মাহফুজুর রহমান ওরফে বিজয় (৩০) ছোট রক্সি ওরফে বাটা রক্সি (৩৫), সাকিব (৪০)সহ অজ্ঞাতন ৪-৫ জনের বিরুদ্ধে র‍্যাব সদস্য ডিএডি গোলাম মেহেদি বাদি হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন।

আদালতের পুলিশ পরিদর্শক মো. আব্দুল মজিদ জানান নাইক্ষ্যংছড়ি থানায় মামলার পর দুই জঙ্গিকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের আদালতে তোলা হলে মামলার পরবর্তী তারিখ ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করেন এবং দুই আসামিকে হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Comments