শিশুকে ধর্ষণের পর হত্যা: ১৭ বছর পর পলাতক আসামির মৃত্যুদণ্ড

২০০৬ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় আজ এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

২০০৬ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় আজ এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাজিমউদ্দিন পলাতক।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন৷

মামলার অপর দুই আসামি ইলিয়াছ মিয়া ও শাহ্ আলম খালাস পেয়েছেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান৷

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জে দর্জির দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় ১০ বছরের শিশুটি৷ পরদিন বিকেলে তার মরদেহ বিরাব এলাকার একটি বাঁশঝাড়ে পাওয়া যায়৷ এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১৫ জুন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. ওবায়দুল্লাহ আদালতে তিন জনকে আসামি করে অভিযোগপত্র দেন৷

মামলাটি বিচারাধীন অবস্থায় বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ২১ জন সাক্ষ্য দেন৷ সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করেন৷

Comments