আদালতের সম্মান রক্ষার প্রাথমিক দায়িত্ব আইনজীবীদের: প্রধান বিচারপতি

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান বিচারপতি। ছবি: রবিউল হাসান ডলার/স্টার

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, 'দেশের বিভিন্ন স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীরা আদালত বর্জনসহ বিচারককে ব্যক্তিগতভাবে আক্রমন করছেন। ধারাবাহিকভাবে এটা ঘটলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা বেড়ে যাবে।'

আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, 'আদালতের সম্মান রক্ষার প্রাথমিক দায়িত্ব আইনজীবীদের। এরপর বিচারক ও সকল মানুষের। আদালতের সম্মান রাখতে হবে নিজেদের স্বার্থে এবং বিচারপ্রার্থীদের স্বার্থেই।'

দুর্নীতিগ্রস্ত বিচারক 'ক্যানসারের মতো' মন্তব্য করে তিনি আরও বলেন, 'কেউ বিচার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না।'

আইনজীবীরা আছে বলেই পৃথিবীতে এখনো শৃঙ্খলা ও ন্যায্যতা আছে বলেও মন্তব্য করেন তিনি।

জেলা আইনজীবী সমিতির এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে রাব্বী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিম। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জবদুল হক।

Comments

The Daily Star  | English

How Dhaka’s rickshaw pullers bear a hidden health toll

At dawn, when Dhaka is just beginning to stir, thousands of rickshaw pullers set off on their daily grind.

19h ago